নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৪, ১৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে হেবা সম্পত্তী মালিক আতাউর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ ফারুকের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর)  রাতে বন্দর ইউনিয়নের কুশিয়ারা মৌজাস্থ পদুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত গত ২১ সেপ্টেম্বর বন্দর থানার কদম রসুল রোড এলাকার গোলাম মোস্তফা মিয়ার ছেলে আতাউর রহমানের চাচী ফিরোজা বেগম তার পৈত্রিক সম্পত্তী ১৬ শতাংশ ১৬ পয়েন্ট জায়গা বিল এওয়াজ হেবা দলিল নং- ৬৩৯১ মূলে তার ভাতিজা আতাউর রহমানকে বুঝিয়ে দেয়। যার নামজারী নং- ৮৩৯(১ী-১) / ২০২৫-২৬।

এদিকে উল্লেখিত সম্পত্তী ভাতিজা আতাউর রহমান প্রাপ্ত হয়ে সে  নামজারী নং-৪৬৬৭(১ী-১) ২০২৫-২৬ করে উক্ত সম্পত্তি ভোগ দখলে আছে।

সম্প্রতি ভাতিজা আতাউর রহমান তার প্রাপ্ত সম্পত্তী উপর সাইনবোর্ড স্থাপন করলে এর জের ধরে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নুরু মিয়া কন্ট্রাকটারের ছেলে ফারুকসহ অজ্ঞাত নামা ভূমিদৎসুরা জমিতে লাগানো সাইনবোর্ড উপরে ফেলে দেয়।

এ ছাড়াও প্রতিপক্ষ ফারুক মিয়া গত শুক্রবার বিকেলে তার ব্যবহারকৃত ০১৭২৭৪০৮১৬০ নাম্বার থেকে আতাউর রহমানের ব্যবহারকৃত ০১৭১১৪৭৭৪৪৫ নাম্বারের সাইনবোর্ড নিয়ে গেলাম পারলে কিছু করিস। এ বিষয়ে বেশী বারাবারি করলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। 
 

সম্পর্কিত বিষয়: