“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জের সহযোগিতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ’র উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার।

দুর্নীতি দমন কমিশন, সমম্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র উপপরিচালক মো: ইসমাইল হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা ডা: শাহনেওয়াজ চৌধুরী, সভাপতি বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ।
উপস্থিত ছিলেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ দুদক, নারায়ণগঞ্জ’র কর্মকর্তা-কর্মচারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া।


































