নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সিটি পার্কের লেক থেকে ভাঙ্গারি ব্যবসায়ির লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৩, ১০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সিটি পার্কের লেক থেকে ভাঙ্গারি ব্যবসায়ির লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় সিটি পার্কের লেক থেকে রিপন সরদার (৫০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লেকের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। 

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে স্বজনরা মর্গে গিয়ে রিপন সরদারের লাশ শনাক্ত করেন। 

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, "নিহত রিপন সরদারের বয়স প্রায় পঞ্চাশ বছর। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের ১ নম্বর বাবুরাইল তাঁতীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ভাঙ্গারি ব্যবসার পাশাপাশি তিনি প্রায় সময় সিটি পার্কের লেকে বড়শি দিয়ে মাছ ধরতেন। স্থানীয় লোকজন আজও তাকে লেকের পাড়ে বসে মাছ ধরতে দেখেছেন।

তাই ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পা পিছলে লেকের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে শনাক্ত হবে"। 

এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়: