নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০৬, ৪ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৪ অক্টোবর ) দুপুরে শহরের পুরাতন কোর্টস্থ নারায়ণগঞ্জ সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজা, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোসা: উম্মে কুলসুম, সুইট বাংলাদেশ সংগঠনের অর্থ সচিব কমর উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড প্রোডেকশন কমিউনিটি মোবিলাইজার লতা দে প্রমুখ। 

সম্পর্কিত বিষয়: