নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

সালমা বেগম স্মৃতি পাঠাগার ফুটবল টুর্নামেন্টে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩৫, ১ মার্চ ২০২৫

সালমা বেগম স্মৃতি পাঠাগার ফুটবল টুর্নামেন্টে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন

সালমা বেগম স্মৃতি পাঠাগার ফুটবল টুর্নামেন্টে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ বন্দর কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপা লড়াইয়ে তারা ১-০ গোলে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ম্যাচের ৫ মিনিটে জয়সূচক গোল করেন হাসান। 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কর কমিশনার জহিরুল ইসলাম খান ও পাপ্পু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালমা বেগম স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বাদল।

 চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে যথাক্রমে ৩২ ও ২৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এছাড়া ব্যক্তিগত নৈপুণ্যে দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের হাসান। উল্লেখ্য এ টুনামেন্টে জেলার ২০টি দল অংশগ্রহণ করে।