নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

শেখ রাসেলের জন্মদিনে না.গঞ্জ সদর উপজেলায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩২, ১৯ অক্টোবর ২০২৩

শেখ রাসেলের জন্মদিনে না.গঞ্জ সদর উপজেলায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গোদনাইলের হলি উইলস স্কুলের উদ্যোগে এবং সদর উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় সদর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

শিক্ষার্থীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম।

বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, শেখ রাসেলকে স্মরণ করে আমাদের শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সরকার দেশের সব শিশুকিশোরকে শিক্ষার আলোয় নিয়ে আসতে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। সেসব সুবিধা কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের উচ্চমান সম্পন্ন শিক্ষা দিতে সরকাররের পাশাপাশি আমাদের সবাইকে অবদান রাখতে হবে।

সম্পর্কিত বিষয়: