
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভি কে কি অপরাধে নয়মাস পর কারাবন্দী করা হলো তা কি দেশবাসীর জানার কোন অধিকার আছে কি? তিনি নারায়নগজ্ঞ পৌরসভা প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার যোগ্য উত্তসুরী!
প্রথম দফায় পৌর চেয়ারম্যন পরবর্তি দুইবার লক্ষ্যাধিক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন!
অনেকে মতে তৃতীয় দফায় নৌকা প্রতিক নেয়ার কারনে বেশকিছু ভোট থেকে বঞ্চিত হয়েছেন!
নারায়নগঞ্জে গডফাদার উপাধী প্রাপ্ত শামিম ওসমানের কথা বা ইশারার বাইরে কিছু বলা বা করার ক্ষমতা কারো ছিলোনা! একই দলের হলেও ডাঃ সেলিনা হায়াত আইভি সামান্য ছাড়ও দেননি শামিম ওসমানকে।
নারায়নগজ্ঞের প্রধান সড়ক থেকে হকার উচ্ছেদ প্রশ্নে আইভিকে হত্যা প্রচেষ্টা চালিয়ও ব্যার্থ হয়েছিল প্রতি পক্ষ! মেয়র হিসেবে তিনি কখনোই দলীয় দৃষ্টিকোন থেকে বিচার করেননি!
তার কাছে সব দলের লোকই ছিলো সমান! ভিন্ন দল বা মতের লোক বলে কাউকে তিনি বঞ্চিত করেন নি! নাসিকের ২৭টি ওয়ার্ড কে তিনি যে ভাবে সাজিয়েছেন অন্য কারো পক্ষেই তা সম্ভব হতো কি না তাতে যথেষ্ট সন্দহ আছে।
তার বেশ কয়েকটি চলমান প্রকল্প বর্তমান প্রশাসক বন্ধ করে রেখেছেন এবং নূতন উল্লেখ যোগ্য কোনো কাজই এখন হচ্ছে না!! ভয়াবহ করুনা ভাইরাস কে তোয়াক্কা না করে বিভিন্য প্রকল্পের কাজ তিনি সশশীরে পরির্দষন করেছেন নিয়মিত!
তার সুকর্মের ফলের জন্য ২৭ টি ওয়াডের নারী পুরষের মনের মনি কোঠায় তিনি স্থান করে নিয়েছেন!
এই বিপুল জনপ্রিয়তার কারনেই কি আজ তাকে জেলে যেতে হলো তা আম জনতা জানতে চায়?