
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৫নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল শহরের টানবাজার ইয়াং মার্চেন্ট এসোসিয়েশনের হল রুমে ১৫ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, সদস্য জুবায়ের আলম ঝলক,১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক কাওছার রায়হান খান প্রমুখ।