
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত মাসুদ-পন্টি পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহিলা দলের নেতৃবৃন্দরা।
জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া ও মহানগর মহিলা দল সভাপতি দিলারা মাসুদ ময়না গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবে এসে নব-নির্বাচিত পরিষদকে এ শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের বর্ণাঢ্য সাংবাদিকতা ক্যারিয়ারের প্রশংসা করেন মহিলা দল নেতৃবৃন্দ। তারা বলেন, গণঅভ্যুত্থান তথা ৫ আগস্ট পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের এবারের নির্বাচনে যারা জয়ী হয়েছেন তারা সবাই সাংবাদিকতার ক্ষেত্রে সংগ্রামী যোদ্ধা।
বিশেষ করে সদ্য নির্বাচিত সভাপতি আবু সাউদ ভাই, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামীতে নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনগনের স্বার্থে লিখনির মাধ্যমে তারা যাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সর্বদা সকলের পাশে ছিলো, আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবদুস সালাম, মাহফুজুর রহমান, প্রণব কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।