নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা (তালিকা)

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:১৪, ৩০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা (তালিকা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৭ জন। এরআগে এ ৫টি নির্বাচনী আসন থেকে মোট ৯১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিলো। নির্ধারিত সময় শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মোট ৯১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 

তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ৮জন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে ১০জন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে ১১জন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে ১৫ জন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে ১৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো আনোয়ার হোসেন মোল্লা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো রেহান আফজাল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো মনিরুজ্জামান চন্দন, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন এবং স্বতন্ত্র মো হামিদুল হক খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন নজরুল ইসলাম আজাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো ইলিয়াস মোল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে মাওলানা মো হাবিবুল্লাহ, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী  গোলাম মসীহ, গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের মুহা. শাহজাহান, জনতার দলের আব্দুল করীম মুন্সী, গণসংহতি আন্দোলন প্রার্থী অঞ্জন দাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, এবি পার্টির আরিফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া স্বতন্ত্র হিসেবে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও দলের নির্বাহি কমিটির সদস্য রেজাউল করিম এবং সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা) আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী.  জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাসদের সেলিম মাহমুদ, সিপিবি প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন মুফতি ইসমাইল কাউসার, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূইয়া, খেলাফত মজলিস আনোয়ার হোসেন ও ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মো. সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. সেলিম আহমেদ, বাংলাদেশ রিপাবলিক পার্টির আবু হানিফ জাতীয় পার্টি মো. ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া স্বতন্ত্র হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন,ফাতেমা মনির মনোনয়নপত্র দাখিল করেছেন ।

নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসন থেকে বিএপি মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী তিনি সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম, গণসংহতি আন্দোলন প্রার্থী তরিকুল ইসলাম সুজন, সিপিবি প্রার্থী মন্টু ঘোষ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, খেলাফত মজলিশ এবি এম সিরাজুল মামুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও বিএনপি সদস্য আবু জাফর আহমেদ বাবুল, আমজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সম্পর্কিত বিষয়: