মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টীমের কার্যক্রম’র শুভ সূচনা উপলক্ষে ‘পাশে আছি’ শীর্ষক অনুষ্ঠানে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে লজিক অফ বাংলাদেশ।
শনিবার (১৭ জানুয়ারী) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা ও শিশু অধিদপ্তরের মহাপরিচালক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নিরাপদ অ্যালায়েন্স ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
নারায়ণগঞ্জের মেধাবী মুখ শেখ মাশরুর পারভেজ রাফির নেতৃত্বে অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রায় এক হাজার শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, ও সোশ্যাল এক্টিভিস্টদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন লজিক অফ বাংলাদেশ।

কুইক রেসপন্স টীম মূলত এমন একটি উদ্যোগ যেখানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের সাথে কাজ করবে শিক্ষার্থী, আইনজীবী, ডাক্তার সহ সংশ্লিষ্ট শ্রেণী-পেশার মানুষ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলের সম্মিলিত এই উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইতিবাচক ও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে লজিক অফ বাংলাদেশ ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীরা সুদীপ্ত অংশগ্রহণ ও শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে ছেলেদের প্রতিনিধিত্ব করেন লজিক অফ বাংলাদেশ’র ফাউন্ডার ডিরেক্টর জেনারেল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি। এবং নারীদের প্রতিনিধিত্ব করেন লজিক অফ বাংলাদেশ’র উইং কমান্ডার তাসফিয়া জিন্নাত ইলমা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কুইক রেসপন্স টীম সম্পর্কে সাংবাদিক ও সংশ্লিষ্টদের অবগত করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিদায় বেলা সমাজকল্যান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ লজিক অফ বাংলাদেশ’র সদস্যদের শৃঙ্খলা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়ে লিখিত শুভেচ্ছা বার্তা প্রদান করেন। নারায়ণগঞ্জ থেকে উঠে আসা উজ্জ্বল প্রতিভাদের জাতীয় মঞ্চে নেতৃত্ব প্রদানের এমন দৃষ্টান্ত নতুন নয়, আলোর মশাল হাতে এগিয়ে চলার এ মহাযাত্রা অব্যাহত থাকবে এবং উদীমানদের তালিকায় নাম লিখাবে রাফির মতো হাজারো তরুণ এই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


































