নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় বিপুল পরিমাণ বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৮, ২৬ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় বিপুল পরিমাণ বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার

ফতুল্লায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।

সোমবার ( ২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর নতুন রাস্তায় দাড় করানো  একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫)সহ তাদের আটক করা হয়।

এ সময় পিকআপ ভ্যানটি থেকে ৬৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেনসিডিলের বিকল্প ‘ফায়ারডেল’ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ফায়ারডেল সিরাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: