নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৬ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ২৫ জানুয়ারি ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। আসনটি ১০ দলীয় জোট শরীক বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছেন বলে জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

রোববার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা প্রত্যাহারের এ ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। 

সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি। এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হবেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শাহজাহান শিবলী। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, জেলা আমীর আলহাজ্ব  মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃবৃন্দরা।