নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নারায়ণগঞ্জ-৪ আসনে কোন সন্ত্রাস বা চাঁদাবাজ থাকবে না। আগামী দিনে নারায়ণগঞ্জ-৪ আসনে আপনাদের প্রত্যাশা পূরনে আমরা কাজ করবো।
নতুন ভোটারদের অনুরোধ করবো আমাকে জয়যুক্ত করলে, নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী আমরা কাজ করবো। একইসঙ্গে এই ফতুল্লায় বাড়ছে বায়ু দূষণ, বাসযোগ্যতা হারাচ্ছে পরিবেশ। জলাবদ্ধতা বা বন্যার মতো সমস্যাও বাড়ছে।
এ অবস্থায় এই শহরগুলোর পরিকল্পনা নিয়ে আমাদের আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে এবং এ অঞ্চলে ভবিষ্যতের শহর কেমন হবে, তা নিয়ে ভাবতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লার ইউনাইটেড ক্লাবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে “কেমন নারায়ণগঞ্জ-৪ দেখতে চাই” শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মোহাম্মদ আলী বলেন, নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের নাগরিক বিভিন্ন সমস্যাকে নতুন করে দেখার প্রয়োজন। এই শহর আমাদের সবার এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য নারায়ণগঞ্জ-৪ আসন গড়ে তোলা সম্ভব নয়।
আমি সত্যিই জানতে চাই, আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে? এই সমস্যাগুলোর কি ধরনের সমাধান আপনি কল্পনা করেন? কেমন হলে এই আসনকে আপনার স্বপ্নের শহর মনে হবে?
আপনাদের মতামত নিয়েই আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবো। আমি নির্বাচিত হলে আপনাদের সহযোগিতায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একসাথে একটি ন্যায্য, মানবিক ও নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ তৈরি করবো।
এসময় সাধারণ মানুষ, নগরবাসী কেমন শহর চায়, তাদের প্রত্যাশা অনুযায়ী শহরে কি ধরনের বিষয়গুলো সংযুক্ত করলে ভালো হবে— এমন তথ্য নারায়ণগঞ্জ-৪ আসনের সকল শ্রেনী পেশার মানুষের কাছে জানতে চান বিএনপির সাবেক এই সংসদ সদস্য।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


































