নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬

জয়ের ব্যাপারে আমি আশাবাদী : মাকসুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৫, ২২ জানুয়ারি ২০২৬

জয়ের ব্যাপারে আমি আশাবাদী : মাকসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আজ সরেজমিনে তা দেখলাম। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছি জুলাই স্মৃতি স্তম্ভে দোয়া করার মাধ্যমে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানাধীন ১১ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন।

তিনি বলেন, যারা ভোটার আছেন তাদের বলবো আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সমস্যা সমাধান ও যেকোনো চাহিদা পূরণে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।

এ সময় প্রচারণায় উপস্থিত ছিলেন তার অনুসারী কর্মী-সমর্থকরা।

সম্পর্কিত বিষয়: