ফতুল্লায় যুবলীগ নেতা আব্দুর রহিম দেওয়ান (৪০) কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দুপুরে তাকে ফতুল্লা থানা গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আটক রহিম দেওয়ান কাশিপুর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি মৃত নান্নু দেওয়ানের ছেলে এবং দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বৈষম্যবিরোধী একটি মামলায় রহিম দেওয়ান এজাহারভুক্ত ৩১ নম্বর আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


































