বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমির পক্ষে খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করে সনাতনধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
রোববার রাতে ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ঐক্য জরুরি। তিনি সনাতনধর্মালম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।
এ সময় উপস্থিত সনাতনধর্মালম্বী নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর কালী মন্দিরের সভাপতি নিল রতন দাস, সহ সভােতি বাসু দাস,সাধারন সম্পাদকনঅর্জুন দাস, কোষাধ্যক্ষ সুমন ঘোস, অজত দাস,পংকঞ্জ দাস,নন্দ লাল বসাক,রবিন ঘোস,সম্ভু ঘোষ,পরিমল কাপুরিয়া প্রমুখ।


































