নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬

বন্দরে নির্বাচনের গণসংযোগে বাধা ও হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১০, ২৪ জানুয়ারি ২০২৬

বন্দরে নির্বাচনের গণসংযোগে বাধা ও হুমকির অভিযোগ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বন্দরে নির্বাচনী মাঠ ততই উত্তাপ্ত হয়ে উঠেছে।  প্রতিপক্ষকে ঘায়েল করতে নির্বাচন প্রচারনায় বাধাগ্রস্থ্যসহ একের পর এক  হুমকি দামকির খবর পাওয়া যাচ্ছে। 

এর ধারাবাহিকতা গত শুক্রবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায়  বন্দর থানার ২২ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের গনসংযোগে বাধা প্রদানসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগফ উঠেছে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থীর ছেলে আশানুসারি ও বহু অপকর্মের হোতা কতিপয় যুবদল নেতা হুমায়নসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। 

এ ঘটনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষ তার স্ত্রী নির্বাচন এজেন্ট নার্গিস আক্তার বাদী হয়ে শনিবার (২৪ জানুয়ারী) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে এ  অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে , গত শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বন্দর খেয়াঘাট এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী  বিলবোর্ড স্থাপন করতে গেলে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালামের লোকজন বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। এতে সেখানে বিলবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি।

পরে একই দিন  সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরনকালে একই প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী নার্গিস আক্তার।

তিনি বন্দর আমিন আবাসিক এলাকায় গনসংযোগ করতে আসলে ওই সময় প্রতিপক্ষ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের লোকজন সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পন্ড করে দেয়। এবং সেখানে আর কোনোদিন গণসংযোগ করতে দিবে না বলেও হুমকি প্রদান করে।

শুক্রবার প্রচারণায় বাধা দেওয়া একটি ভিডিও-ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় অটো রিকশায় বসা  সজীব নামে এক যুবক তার অনুসারীদের গণসংযোগ বন্ধ করে দিতে নির্দেশনা দিতে শোনা যায়।

বাধার মুখে এলাকা ছাড়ার সময় হুমায়ূন কবির নামে কতিপয় যুবদল নেতা গাড়িতে বসা স্বতন্ত্র প্রার্থী স্ত্রী নার্গিস আক্তারকে হুমকি দিয়ে বলে এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!” নার্গিস মাকসুদ  বলেন, বন্দর থানা যুবদলের কতিপয় নেতা হুমায়ন ও  সজীব যুবদলের কর্মী। তারা দু’জনই আবুল কালামের ছেলে আবুল কাউছার আশার অনুসারী।

এ ব্যাপারে আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ-৫ আসনে সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানি সরকার বলেন, “আমার কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। 

যদিও যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে তা আমার দায়িত্বে না। কিন্তু আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অফিসিয়ালি জানিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: