নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর আঘাতে মূছা মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে মূছা মিয়ার সাথে ফাতেমা ও রুবিনার কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মূছা মিয়ার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতন্তের পর বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
এদিকে এলাকাবাসী ফাতেমা আক্তার ও রুবিনা আক্তার নামে ২ নারীকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
নিহত মূছা মিয়া ক্রোকেরচর গ্রামের আরাফাত রহমানের পুত্র। আটক ফাতেমা একই এলাকার আক্তার হোসেনের স্ত্রী ও রুবিনা আক্তার শাহ আলমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জমি জমা নিয়ে নিহত মূছা মিয়ার সাথে ফাতেমা এবং রুবিনার বিরোধ চলে আসছিল।
নিহত মূছা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া এসআই সাখাওয়াত হোসেন জানান, ময়নাতদন্তের পর জানা যাবে মূছা মিয়ার মৃত্যুর কারণ।


































