নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

সুলতান বিন আরেফিন বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ২৬ জানুয়ারি ২০২৬

সুলতান বিন আরেফিন বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

জেলার বন্দর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার গণিত বিষয়ক সহকারী শিক্ষক সুলতান বিন আরেফিন (সুমন স্যার)।

সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ শিক্ষক সহকারি হিসেবে বিবেচিত করা হয়। প্রসঙ্গতঃ সুলতান বিন আরেফিন গণিত বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক সম্মানসহ মাষ্টার্স ডিগ্নি অর্জন করেন।

তিনি সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের স্কুল শাখায় প্রায় ২৫ বছর যাবৎ সহকারি (গণিত) শিক্ষক হিসেবে। শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলা পর্যায়ে স্কুল শাখায় শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে নিজ দক্ষতার স্বাক্ষর রাখেন।

তার এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তিনি শিক্ষা মন্ত্রালয়, উপজেলা প্রশাসন ও সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।        
 

সম্পর্কিত বিষয়: