নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ শহরে মাদক ব্যবসার ২০টা স্পট আছে : তারেক রহমান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪৪, ২৬ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ শহরে মাদক ব্যবসার ২০টা স্পট আছে : তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জে দুর্নীতির সমস্যা ছিল। এবং একই সাথে মাদকের একটা বিশাল সমস্যা আছে। 

নারায়ণগঞ্জ শহরে ২০টা স্পট আছে। যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেইগুলাকে নিয়ন্ত্রন করতে চাই। 

দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। 

সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে সোনারগাঁয়ের কাঁচপুরে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমি যখন দেশে আসলাম ১৭ বছর পরে। ২৫ তারিখে যে জনসভাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম। 

উই হ্যাভ এ্যা প্ল্যান। শুনেছিলেন কথাটা জানতে চান তারেক রহমান। এসময় জনসভাস্থল থেকে আওয়াজ তুলে বলা হয় মনে আছে। 

তারেক রহমান বলেন, তো ১২ তারিখ আপনাদের প্ল্যান কি? নেতাকর্মীরা বলেন ভোট দিতে হবে। তারেক রহমান রাইট। 

১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে। আমাদের জোট প্রার্থী আছে। 

ওনারাও বিগত ১৬-১৭ বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল।  

জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের খেজর গাছ প্রার্থী মনির হোসাইন কাসেমীসহ জেলা, মহানগর, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।