নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

আমার প্রতিপক্ষ সকলেই নারীর ভোট চায়, নারীর অধিকার চায় না : তারিকুল সুজন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪২, ২৬ জানুয়ারি ২০২৬

আমার প্রতিপক্ষ সকলেই নারীর ভোট চায়, নারীর অধিকার চায় না : তারিকুল সুজন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন সোমবার শহরের ১৩ ও ১৪ নম্বর (নাসিক) ওয়ার্ডের অন্তর্ভুক্ত গলাচিপা, মাসদাইর, জিউজ পুকুর, দেওভোগ পাক্কা রোড, পালপাড়া, নন্দীপাড়াসহ প্রমুখ এলাকায় গণসংযোগ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।

গণসংযোগকালে তারিকুল ইসলাম সুজন বলেন, নির্বাচিত হলে শিশু ও নারীবান্ধব শহর-বন্দর গড়া আমার প্রধান চ্যালেঞ্জ হবে। আমরা সকলেই জানি একজন নারীকে ঘর থেকে বের হবার পর কতোটা অনিরাপদ অনুভব করতে হয়। এই শহরে লক্ষাধিক নারী শ্রমিক-মেহনতি মানুষ রয়েছেন।

যারা প্রয়োজনে, কাজের ক্ষেত্রে গভীর রাতে রাস্তাঘাটে বের হবার জন্য সাহস পান না। আমরা নারীর জন্য নিরাপদ নগর-বন্দর গড়ে তুলতে চাই। এছাড়াও এই শহর-বন্দরে নারীদের জন্য একটিও পাবলিক টয়লেট নেই।

আমি নির্বাচিত হলে নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেট হবে। নারীর অধিকার, নিরাপত্তা নিশ্চিত হবে। আমার প্রতিপক্ষ সকলে নারীর ভোট চায় শুধু। আমি নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই। 
 

সম্পর্কিত বিষয়: