নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করায় 

বন্দরে কথিত যুবদল নেতা হুমায়ূনকে ধরতে যৌথ বাহিনীর অভিযান

প্রকাশিত:২১:১৭, ২৬ জানুয়ারি ২০২৬

বন্দরে কথিত যুবদল নেতা হুমায়ূনকে ধরতে যৌথ বাহিনীর অভিযান

বন্দরের যুবদল নামধারী সন্ত্রাসী হুমায়ূন কবিরকে গ্রেফতারে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বন্দরের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্স ও বন্দর থানা পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকধারী সতন্ত্র র্প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস মাকসুদসহ তাদের কর্মীদেরকে হুমকি দেয়া ও প্রচার কাজে বাধা সৃষ্টির অভিযোগে ২৬ জানুয়ারী সোমবার বিকেল ৪টায় আমিন আবাসিক এলাকাস্থ তার বাসভবন ও রাজনৈতিক অফিস বন্দর খেয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মুক্তার আশরাফউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারী একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে তাতে কোন সন্দেহ নেই। এজন্য যা যা করা দরকার বন্দর থানা প্রশাসন তাই করবে। 
 

সম্পর্কিত বিষয়: