ফতুল্লায় বিদেশি পিস্তল সহ সন্ত্রাসী মাইনুল ইসলাম পাবেল (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় সিরাজ বেপারীর বাড়ির একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। পাবেল ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাবেলের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


































