নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সোমা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৩, ২৭ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সোমা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনসুলিন রাখার দায়ে সোমা ফার্মেসি নামে একটি দোকানের মালিক আব্দুল হাকিমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আদমজী সালেহা সুপার মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযান চলাকালীন ফার্মেসিটিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য মেয়াদোত্তীর্ণ ইনসুলিন, ডায়াবেটিস রোগীদের ব্যবহৃত ইনসুলিন দেওয়ার মিস্টাট পেন মেয়াদোত্তীর্ণ অবস্থায় বিক্রির জন্য রাখা হয়েছিল। সাধারণ রোগীদের জন্য রাখা বিভিন্ন ওষুধের মেয়াদ ফুরিয়ে গেলেও তা সরিয়ে ফেলা হয়নি।

বেশ কিছু সিরাপের বোতলে বিএসটিআই-এর সিল ও নির্ধারিত মূল্য ছিল না। সিরাপগুলোর গুণগত মান সঠিক আছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা হিসেবে নিয়ে যাওয়া হয়েছে।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, সোমা ফার্মেসিতে পর্যাপ্ত জনবল থাকা সত্ত্বেও তাদের গাফিলতির কারণে অনেক মেয়াদোত্তীর্ণ ওষুধ শেলফে পাওয়া গেছে।

তিনি বলেন, এটি সাধারণ মানুষের সুস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। জনবল থাকা সত্ত্বেও তারা ওষুধগুলো চেক করেনি, যা বড় ধরণের অপরাধ।

জরিমানা আদায়ের পাশাপাশি ফার্মেসির মালিক আব্দুল হাকিমকে ভবিষ্যতে এ ধরণের কাজে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।