নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযান, ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪৯, ২৭ জানুয়ারি ২০২৬

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযান, ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়াণগঞ্জ শহরের  মাসদাইর এলাকায় যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাসদাইর এলাকা থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- গলাচিপা কলেজ রোড এলাকার মোঃ আলী আহম্মদ অভি (২৮) ও মোঃ আদর আহাম্মেদ (২৫), এবং মাসদাইর বাজার এলাকার মোঃ আল আমিন (২৫) ও মাসদাইর বাজার চশমার বাড়ির ভাড়াটিয়া এমদাদুল হক (২৬)।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র হচ্ছে, ৩টি দেশীয় তৈরী চাপাতি, ৩টি চাকু। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১১৭ পিচ  ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা।

সম্পর্কিত বিষয়: