নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ জানুয়ারি ২০২৬

কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস :

প্রকাশিত:১৯:৪৯, ১০ জানুয়ারি ২০২৬

কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

কনকনে শীতে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (১০ জানুয়ারি) বিকালে গাইবান্ধার পলাশবাড়ির ঘোড়াবান্ধায় (চৌরাস্তা বাজার) ঘোড়াবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন।


শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসভাপতি মোঃ মতিনুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক কাওসার আহম্মেদ,অক্সোফিডিয়ান স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ব্যাপারী, শাহীনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক আরিফ হোসেন ঢালী, হাজী আমান উল্লাহ মডেল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সজীব, মর্নিং গ্লোরি স্কুলের প্রধান শিক্ষক আরিফুজ্জামান জুয়েল,  সানরাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাহবুব উর রহমান মুরাদ, বী.এম জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো: আল মামুন, ফতুল্লা সানসাইন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জি. এ. রাজু, লেক ফ্যাশন হাউজের স্বত্তাঅধিকারী,আব্দুল্লাহ আল মামুন লিটন প্রমুখ।


এসময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।

এদিকে শীতের কম্বল হাতে পেয়ে আয়োজকদের জন্য অনেক দোয়া করেছেন অসহায় মানুষগুলো।

প্রসঙ্গত: গত ৬ জানুয়ারি রাতে বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জের সাইনবোড এলাকায় পারিজাত সিটি কমপ্লেক্স মার্কেট থেকে উন্নতমানের ৪ শতাধিক কম্বল ক্রয় করে পরিবহন যোগে উত্তরাঞ্চলের গাইবান্ধার পলাশ বাড়িতে পাঠানো হয়।

সম্পর্কিত বিষয়: