নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

অনুদানের অর্থ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে 

বন্দর প্রেসক্লাবের সভাপতি, সহ সভাপতি ও প্রধান উপদেষ্টাকে অব্যাহতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ১৫ জানুয়ারি ২০২৬

বন্দর প্রেসক্লাবের সভাপতি, সহ সভাপতি ও প্রধান উপদেষ্টাকে অব্যাহতি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের সভাপতি জনাব মো. আতাউর রহমান, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু এবং উপদেষ্টা জিএম মাসুদ কে স্ব স্ব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

একইসাথে তাদেরকে কেন সদস্য পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, এ মর্মে লিখিত জবাব দিতে নোটিশ ইস্যু করা হয়।ক্লাবের অনুদানের অর্থ সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অধিকাংশ সদস্যদের লিখিত অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে ২ ডিসেম্বর -২০২৫ তারিখের সভায় সভাপতি আতাউর রহমান ও অপর দুজনের উপস্থিতিতে তাদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের দাবী জানান সদস্যরা। তৎপ্রেক্ষিতে তাদের স্ব স্ব পদ সাময়িক স্থগিত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।একইসাথে কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ হওয়ায় সকলের সম্মতিতে আনুষ্ঠানিক গ্রহণ করার পাশাপাশি বিষদভাবে পর্যালোচনা সহ  সংগঠনের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকল সদস্য একমত হয়ে এ সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তটি তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ এর ‘ঘ’ ও ঙ এবং ১১ “খ ও ঘ” লঙ্ঘন হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে।

সুতরাং অনুচ্ছেদ ১১ ‘ঘ’ ধারা মোতাবেক কেন তাদের সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না এই বিষয় ব্যাখা চাওয়া হয়। সংগঠনের কার্যক্রম অব্যাহত ও কার্যকর পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জরুরী সভায় অধিকাংশ সদস্য পুনর্ব্যক্ত করেন যে,প্রেসক্লাবের স্বার্থ রক্ষা সবসময় সবক্ষেত্রেই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।তাই সংগঠনের মর্যাদা ও সম্মান রক্ষা করতে সবাই পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এই প্রেক্ষাপটে সংগঠন আশা করছে যে, সকলেই সংগঠনের উন্নয়নের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আত্মনিয়োগ প্রদর্শন করবেন।একইসাথে অব্যাহত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। 
 

সম্পর্কিত বিষয়: