নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬

নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য কাজ করবো : কাসেমী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৬, ২৮ জানুয়ারি ২০২৬

নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য কাজ করবো : কাসেমী

বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মুনির হোসাইন কাসেমী বলেছেন  নির্বাচিত হলে সাংবাদিকদের স্বার্থে কাজ করবো। মঙ্গলবার রাতে ফতুল্লায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সাংবাদিক সমাজ হচ্ছে জাতির বিবেক। সমাজের দর্পণ। আমি নির্বাচিত হলে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হবে।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সম্পাদক আল আমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপনসহ ফতুল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। 
 

সম্পর্কিত বিষয়: