নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫

শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’র ২০তম আসর

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত:২১:১০, ৩ জুলাই ২০২৫

শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’র ২০তম আসর

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন উদ্যোগে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর আয়োজন করা হয়েছে। এবার হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এর ২০তম আসর।

বৃহস্পতিবার (৩ জুলাই)  রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাব নগর, ঢাকা ক্যাম্পাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন চেয়ারপারসন, বোর্ড অফ ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামস রহমান উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং রায়হান কবির সহকারী মহাব্যবস্থাপক, মার্কেটিং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

সাংবাদিক সম্মেলন এ লিখিত বক্তব্য উপস্থাপন করেন, মশহুরুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।

১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘ এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে  দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।

 এই ৫জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবে।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘ এর জন্য আবেদন করবার নিয়ম

১৪ থেকে ১৫ বছর বয়সি স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০১০-২০১১ সাল) এর মধ্যে তারা জুনিয়র গ্রæপ।

১৬ থেকে ১৮ বছর বয়সি স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০০৭-২০০৯ সাল) এর মধ্যে তারা সিনিয়র গ্রæপ।

প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

১. নিবন্ধন ফি: ১০০/- টাকা (মাত্র একশত টাকা)।

২. নিবন্ধন ফি পাঠাতে হবে - বিকাশ নম্বর - ০১৯১৫-৬৫৩৬০৭

গত বছরের মত এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, এপেক্স। সে কারণে এই আয়োজনটির নাম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড‘।

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে সহযোগিতা করেছে গারডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লি:, মিউচূয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড।

আমাদের আয়োজনের সাথে আরো যারা যুক্ত আছেন - প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম, দ্যা বিজনিস স্টান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ।

সম্পর্কিত বিষয়: