নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সীমানাবর্তী এলাকা রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সাত মাস পার হলেও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ। পরিচয় শনাক্তে পুলিশ, পিবিআই ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিক পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা–রামপুরা সড়কের মীরপাড়া এলাকার এলাইড গ্রুপের সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন পথচারী ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত গত ২ জুলাই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের মৃত্যুর খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। দুর্ঘটনার ঘটনায় গত ৬ জুলাই অজ্ঞাতনামা গাড়ির চালকের বিরুদ্ধে ডেমরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ, আঙুলের ছাপ নেওয়া এবং প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করা হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি কোথা থেকে এসেছিলেন, তার স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের কোনো সদস্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় পার হলেও কেউ থানায় এসে নিখোঁজের অভিযোগ বা খোঁজ নিতে আসেননি, যা পরিচয় শনাক্তের বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ডেমরা–রামপুরা সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রাণহানি বাড়ছে।
পুলিশের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ডেমরা থানা অফিসার ইনচার্জের মোবাইল নম্বর ০১৩২০-০৪০৫৩৭ অথবা এসআই কাউসার আল মাসুদের নম্বর ০১৭৭৯-৩৬৬৬২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


































