
“ওয়ারিওরস অফ জুলাই “কর্তৃক আয়োজিত 'স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স' শীর্ষক অনুষ্ঠানে শৃঙ্খলা ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন লজিক অফ বাংলাদেশের বিশেষ প্রতিনিধি দল।
লজিক অফ বাংলাদেশের মহাপরিচালক শেখ মাশরুর পারভেজ রাফি এর নেতৃত্বে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে প্রতিনিধি দলটি। শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয় সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
এছাড়াও অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদের মধ্যে ছিলেন, জুলাই আন্দোলনে সাহসিকতার সাথে নেতৃত্ব প্রদানকারী শিক্ষক জনাব আসিফ মাহাতাব, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
অনুষ্ঠানটিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম এবং শিক্ষক আসিফ মাহাতাব লজিক অফ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন এবং সেইসাথে লজিক অফ বাংলাদেশের কার্যক্রম প্রসঙ্গে ভূয়সি প্রশংসা ব্যক্ত করেন।
এছাড়াও জনপ্রিয় ব্যান্ড আভাসের শিল্পী তানজীর তুহিন শুভেচ্ছা বার্তা প্রদান করেন এবং আগামীর পথচলার জন্য শুভকামনা ব্যাক্ত করেন।