নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ জুলাই ২০২৫

শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াতের ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৮, ২০ জুলাই ২০২৫

শহরের বিভিন্ন স্থান থেকে  জামায়াতের ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ

জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিচ্ছে দলটির কর্মীরা।

রোববার (২০ জুলাই) দুপুর থেকে বিভিন্ন সড়ক থেকে প্রচারে ব্যবহৃত এসব সামগ্রী খুলে ফেলতে দেখা যায়। শনিবার (১৯ জুলাই) শান্তিপূর্ণভাবে রাজধানীর সোহরওয়ার্দীতে জাতীয় সমাবেশ সম্পন্ন হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন বলেন, জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে দুপুর থেকে শহরের যে সব স্থানে বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার লাগানো ছিল সেগুলো দলীয় নেতাকর্মীরা সরিয়ে নিয়েছেন।

নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাঢ়া, চিটাগাং রোড হাইওয়ে সড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তায় থাকা আমাদের সমস্ত ব্যানার-ফেস্টুন খুলে নেয়।

মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার বলেন, ‘ আমাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই এখন আর এসব বিলবোর্ড, ফেস্টুন-ব্যানারের প্রয়োজন নেই। শহরকে সুন্দর রাখার স্বার্থে আমাদের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এসব সরিয়ে নিয়েছেন।