
রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে এসি আই সল্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. তারিকুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানের সময় প্রয়োজনীয় প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ জানান, অভিযানের সময় দেখা যায়, মুড়াপাড়া এলাকায় অবস্থিত এসি আই সল্ট লিমিটেড কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লংঘন করছে।
পরিবেশের জন্য ক্ষতিকর এই কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলগুলোতে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা, যা দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।