নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫

জনগনের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদাই প্রস্তুত 

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৮ মাসে ৩৪১ মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৮ মাসে ৩৪১ মামলা

সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ৫০৭ জন, ওয়ারেন্টভুক্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিশেষ করে মাদকের ১২৩টি মামলায় আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধার হয়েছে। 

অন্যান্য মামলার মধ্য রয়েছে- খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা। এসব মামলার মধ্যে সিএস ২৮৯ এবং এফআরটি ২৭ মামলা নিষ্পত্তি হয়েছে। 

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জে নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। আমরা আশা করি  সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

এবিষয়ে সিদ্ধিগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।

অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নির্বিকভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম।