
ফতুল্লায় সরকারবাড়ি এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। ইতিমধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল খায়ের ও তাঁর পরিবার।
জানা যায়, প্রথমে আবুল খায়েরের সহধর্মিণী চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। এরপর একদিন না যেতেই আক্রান্ত হন তাঁর শাশুড়ী। অবশেষে, পারিবারিক পরিচর্যার মধ্যেই আক্রান্ত হন আবুল খায়ের নিজেও। বর্তমানে পরিবারের সবাই চিকুনগুনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীদের ভাষ্য মতে, শুধু আবুল খায়েরের পরিবারই নয়,দেশের অন্যান্য অঞ্চলের মতো ফতুল্লায়ও অনেক পরিবারে একাধিক সদস্য একসাথে জ্বরে আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে শিশু ও বয়স্কদের অবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার প্রজননস্থলগুলো নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং জরুরি ভিত্তিতে ফগিং মেশিন ও পরিষ্কার পরিছন্ন অভিযান চালানোর দাবি তুলেছেন।