
ফতুল্লার দাপা পোস্ট অফিস রোডস্থ বন্ধ থাকা রেইনবো ডাইংয় নামের একটি কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
অজ্ঞাত চোরের দল ডাইংটির ভিতরে থাকা একটি রুমের তালা ভেঙ্গে কয়েক লক্ষাধিক টাকা মূল্যমানের ক্যাবল,মোটর,এসি সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। সোমবার রাতের কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
রেইনবো ডাইংয়ের মালিক হাজী গোলাম মর্তূজা জানান, তিনি তার কারখানার নিরাপত্তারক্ষীর মাধ্যমে জানতে পেরেছেন যে, সোমবার রাতে নিরাপত্তাকর্মী এশার নামাজ পরে বাসায় যায় রাতের খাবার খেতে। রাতের খাবার খেয়ে এসে দেখতে পায় যে ক্যাবল,মোটর,যন্ত্রপাতি রাখা ডাইংয়ে ভিতরে একটি রুমের তালা ভাঙ্গা।
ভিতরে ডুকে দেখতে পায় যে ছোট বড় একাধিক মটর, একটি ক্যাবল, বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ এবং একটি পুরাতন এসি অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে বলে তাকে জানিয়েছে। তিনি বুধবার ঢাকা থেকে এসে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।