নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫

সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন  সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের  সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. উম্মে ফারহানা'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।  

সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মো. আসাদুজ্জামান নূর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি।

সভায় বক্তব্য রাখেন সার্ভেল্যান্স ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোর্শেদুুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইশরাত জাহান'র প্রেজেন্টেশন উপস্থাপনায় সভায় উপজেলা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণ অংশগ্রহণ করেন।

টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করার জন্য নীতি নির্ধারক, স্টেকহোল্ডার এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ও সমর্থন বৃদ্ধি করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।