নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬

ড্রেসকোড ছাড়াই ঔষধ বিক্রয় প্রতিনিধিদের অবাধ প্রবেশাধিকার

 প্রো একটিভ হাসপাতালের সিসিইউ’তে অনিয়ম, ক্ষোভ

প্রকাশিত:২০:৩২, ২ জানুয়ারি ২০২৬

 প্রো একটিভ হাসপাতালের সিসিইউ’তে অনিয়ম, ক্ষোভ

প্রো-একটিভ হাসপাতাল। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় অবস্থিত।

এখানে সিইও এর আস্কারায় ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা ড্রেসকোড ছাড়াই সিসিইউ ‘তে অবাধে প্রবেশ করেন। অথচ ড্রেসকোড মেনে হাসপাতালের পাতলা বিশেষ গাউন পরার পরও রোগীদের বসিয়ে রাখা হয়। 

সিসিইউ’তে চলমান এই অনিয়মের অভিযোগ রোগীদের সাথে দেখা করতে আসা স্বজনদের। যার কোন সমাধান মিলেনা।

এই অনিয়মের কারণে এই ইউনিটে ভর্তি রোগীদের ইনফেকশন হয়ে জীবন সংকটাপন্ন হয়ে ওঠার চরম ঝুকিকে অবহেলা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক’দিন আগে একজন ভুক্তভোগী রোগীর স্বজন এই গুরুত্বর অনিয়ম ভিডিও করেছেন। 

ভুক্তভোগী জানান, বুধবার (৩১ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে  বুকের ব্যথা নিয়ে সোনারগাঁও থেকে সাইনবোর্ড প্রো একটিভ হাসপাতালে ভর্তি হন হযরত আলী (৬০) নামের এক রোগী। ইমার্জেন্সি ডাক্তার রোগীকে সিসিইউ তে ভর্তি করার নির্দেশ দেন। রোগীর সাথে আসা লোকজন হাসপাতালের নিয়মানুযায়ী রোগীকে দ্রুত সিসিইউ তে ভর্তি করান। 

পরদিন বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রোগীর আত্নীয় রোগীকে দেখতে হাসপাতালে জান। হাসপাতালের লোকজন ওনাকে বলেন শরীরে গাউন পরে সিসিইউ তে যেতে হবে। হাসপাতালের নিয়মানুযায়ী শরীরে গাউন পরে সিসিইউ তে যাওয়ার জন্য রেডি হয়ে আসেন সিসিইউ’র সামনে। 

সেখানে এসে তিনি দেখতে পান বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজন সিসিইউ’র দরজার সামনে ভিড় করে আছে। ঠিক ঐসময় ঔষধ কোম্পানির একজন কোনরকম ড্রেস কোড না পরেই সিসিইউ তে প্রবেশ করেন।

বিষয়টি সাথে সাথে রোগীর আত্নীয় মোবাইলে ভিডিও করেন এবং তার ভিডিও করা দেখে ঔষধ কোম্পানির অন্য লোকজন সেখান থেকে দ্রুত চলে যান।  

রোগীর স্বজনদের অভিযোগ, হসপিটালে আইসিইউ ও সিসিইউ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে সহজে কেউ ঢুকতে পারে না। ঢুকতে হলেও স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হয়। অথচ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দলে দলে সিসিইউতে ঢুকছে।

তারা কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে প্রবেশ করেছে। এত করে আমাদের যে রোগীরা সিসিইউতে রয়েছেন তাদেরকে নিয়ে আমরা শংকিত। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে রোগীদের বড় ধরনের সমস্যা হতে পারে বলে মনে করি আমরা।

উপরোক্ত বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন এর দৃষ্টি আকর্ষণ করছি।

উপরোক্ত বিষয়ে  জানতে প্রো একটিভ  হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই বিষয় নিয়ে আপনি সিইওর সাথে কথা বলেন। সিইও এর মোবাইল নাম্বার চাইলে তিনি হাসপাতালে এসে সরাসরি কথা বলতে বলেন।
 

সম্পর্কিত বিষয়: