
নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডি’র বিশেষ শাখার পুলিশ সুপার করা হয়েছে।
তার স্থানে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানায়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।