নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৬ আগস্ট ২০২৫

 নারায়ণগঞ্জের নয়া পুলিশ সুপার জসীম  উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৩, ২৫ আগস্ট ২০২৫

 নারায়ণগঞ্জের নয়া পুলিশ সুপার জসীম  উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে

নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডি’র বিশেষ শাখার পুলিশ সুপার করা হয়েছে।

তার স্থানে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানায়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

সম্পর্কিত বিষয়: