
বন্দরে সাঁজাপ্রাপ্ত নারী আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার খোঁছের ছড়া এলাকার দ্বীন ইসলাম মিয়ার স্ত্রী সিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি শিল্পী বেগম (৩৮) একই থানার শাসনেরবাগ এলাকার আলম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ইমন হোসাইন (২৫)।
একই থানার লালখারবাগ এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে কুমিল্লা জেলার দাউদকান্দী থানার ওয়ারেন্টভূক্ত আসামি আমির হোসেন (৩২) ও ঢাকা কেরানীগঞ্জ থানার হাসনাবাদ জুটমিল এলাকার আব্দুস সোবাহান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কামরুল হাসান (৩৮)।