নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সদরে বিনামূল্যে চারাগাছ বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সদরে বিনামূল্যে চারাগাছ বিতরণ 

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিজিবি ৬২ ব্যাটলিয়নের মাঝে বিনামূল্যে নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠালের চারা বিতরণ করা হয়। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় চত্বরে সভাপতি হিসাবে উপস্থিত থেকে চারাগাছ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন। বিজিবি ৬২ ব্যাটলিয়নের পক্ষে চারাগাছ গ্রহণ করেন বিজিবি ৬২ ব্যাটলিয়নের এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক  ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা রুপালী খাতুনসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।

বিতরণকৃত চারাগাছের মধ্যে রয়েছে-নারিকেল-৩০টি, তাল-৩০টি, আম-৭৫টি, নিম-৬৫টি, জাম-১০০টি, বেল-৩৫টি ও কাঁঠাল-১৬৫টি। মোট ৫০০টি চারাগাছ বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: