নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির শোক

একুশে পদকপ্রাপ্ত লালন সম্রাজ্ঞী লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার  (১৩ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ফরিদা পারভীন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, “দেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ইহকাল ত্যাগে সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তিতুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন বাউল গানের মূর্ছনায় সঙ্গীতপ্রিয় মানুষদের আপ্লুত করেছেন।

তাঁর কণ্ঠে গাওয়া গানগুলি সঙ্গীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালবাসা লাভ করেছেন। তাঁর মৃত্যুতে লোকসঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শুন্যতার সৃষ্টি হলো।"

আনিসুল ইসলাম সানি শোকবার্তায় ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
 

সম্পর্কিত বিষয়: