
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ সালমান (২৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত সালমান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার চেঙ্গারচর ফরাজিকান্দি সরদারবাড়ীর মৃত আব্বাস মিয়ার ছেলে। বর্তমানে তিনি মিজমিজি আব্দুল আলী পুল এলাকার পারভেজের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, সালমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত সালমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রায় ৯টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।