
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাজহার হোসেন মাজুম আর নেই। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদে নামাজের জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের ১ নং বাবুরাইল নিবাসী মরহুম আলহাজ্ব আজহার হোসেন লাল মিয়ার বড় ছেলে ছিলেন মাজহার হোসেন মাজুম। তিনি ঐতিহ্যবাহী ১নং বাবুরাইল বায়তুল নূর তারা জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মাজহার হোসেন মাজুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা। একই সাথে তাঁর পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।