নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫

নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ

ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা

দীর্ঘ এক যুগ পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত পাঁচটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসীন হতে অনেকে ইতিমধ্যেই লবিং-তদবির শুরু করেছেন।

জানা গেছে, ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে নড়েচড়ে বসেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহাম্মুদ।

তারা যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়েই নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের সক্রিয় নেতাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আগ্রহী নেতাকর্মীরাও তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছেন। 

আরও জানাগেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কুতুবপুর ও কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

আর সেই নতুন কমিটিতে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে রাজপথের ত্যাগী ও নির্যাতিত এবং পরিক্ষীত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে। আর সেই কমিটিতে ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। 

এ প্রসঙ্গে আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহাম্মুদ বলেন, “গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ভাই আমাদের আগামী ১০দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী পাঁচ ইউনিয়নে কমিটি গঠন করা হবে।”

তারা আরও বলেন,“স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গত ১৬ বছরে যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন-সংগ্রামে হামলা, মামলা, জেল-নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ত্যাগী নেতাকর্মীদের দিয়েই নতুন কমিটি গঠন করা হবে।

আমাদের লক্ষ্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের এই কমিটিতে কোনো স্থান দেওয়া হবে না।”