
সোনারগাঁয়ের পরিবেশ অধিদপ্তরের অভিযানে শব্দদূষণের অপরাধে তিনটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই তিন যানবাহনের ব্দর তিনটি হর্ন জব্দ করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক তিনটি যানবাহনকে এ জরিমানা করা হয়।
এ ছাড়া আরও জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।