নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ মে ২০২৫

নূর উদ্দিন সভাপতি, নাসির উদ্দিন মন্টু সাধারণ সম্পাদক 

আমরা নারায়ণগঞ্জবাসীর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৫, ২৪ মে ২০২৫

আমরা নারায়ণগঞ্জবাসীর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০ ঘটিকায় স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নীচ তলার হল রুমে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক-১ জনাব মাহমুদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মাকিদ মোস্তাকিম শিপলু। সম্মেলনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে “আমরা নারায়ণগঞ্জবাসী”র ২ (দুই) শতাধিক সম্মানীত প্রতিনিধি উপস্থিত হয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের লক্ষ্যে জোরালো বক্তব্য রাখেন। 

সভাপতি তার বক্তব্যে বলেন, যেখানে গাজীপুর জেলা ৫টি উপজেলা নিয়ে বিশেষ শ্রেণির জেলার মর্যাদা ভোগ করছে, সেখানে নারায়ণগঞ্জ জেলা দ্বিতীয় শ্রেণির জেলা হিসাবে নিগৃহীত হচ্ছে।

এমতাবস্থায় অবহেলিত নারায়ণগঞ্জের দুর্দশা দূরিকরণে অবিলম্বে নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করতে হবে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ” গঠন করতে হবে।

তিনি আরো বলেন নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বার্ণ ইউনিট, হার্ট সেন্টার ও কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপন করতে হবে। তিনি শহরের যানযট নিরসন কল্পে ফুটপাত ও সড়ক হকারমুক্ত করে পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন করার জোর দাবী জানান। 

প্রধান উপদেষ্টা এড. আলহাজ্ব মাহবুবুর রহমান মাসুম তার বক্তব্যে আইন শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট দক্ষভাবে পরিচালনা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা রক্ষনে সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে পরিচালনার দাবী জানান এবং সমন্বিত ভাবে নারায়ণগঞ্জের সকল অব্যবস্থাপনা দূরীকরণে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু তার বক্তব্যে নারায়ণগঞ্জ রেল ষ্টেশন ও বাস ষ্টেশন চাষাড়ায় স্থানান্তর এবং চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত রেল চলাচল সীমাবদ্ধ রাখার দাবী জানান।

পাশাপাশি ১নং রেল গেইট থেকে চাষাড়া রেল গেইট পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তরের দাবী জানান। বিকল্প হিসেবে চাষাড়া থেকে নারায়ণগঞ্জ রেল ষ্টেশন পর্যন্ত উড়াল পথে বা পাতাল পথে রেল চলাচল করার ব্যবস্থা করার দাবী জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংগঠনের মাননীয় উপদেষ্টা আলহাজ্ব এ.ওয়াই.এম হাসমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, বাবু সুভাষ সাহা, সহ-সভাপতি সর্বজনাব আব্দুল কুদ্দুস আজাদ, বেগম আঞ্জুমান আরা আকসির, কুতুব উদ্দিন আহাম্মদ, হাজী রমজানুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, আইন বিষয়ক সম্পাদক এড. নবী হোসেন, এড. আওলাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক খোদেজা খানম নাসরিন, সম্পাদক মন্ডলীর সদস্য পপি রানী সরকার, আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির পোকন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান লিটন, এড. বি.এম হোসেন, সাইদুল ইসলাম শাকিল, মনিরুল ইসলাম সবুজ (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক ইয়াদ), আবু হাসান টিপু, হাজী আহম্মদ আলী বেপারী, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, মো. আনোয়ার হোসেন দেওয়ান, আবুল হোসেন সরদার, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, হাজী মো. শাহাদাত হোসেন, আব্দুল খালেক সিদ্দিকী, মো. রফিকুল ইসলাম, নাজমুল হাসান নান্নু, গোলাম রসুল রফিক, ওয়াহিদ সাদাত বাবু, মো. শফিকুল ইসলাম খান, ওয়াহিদুজ্জামান জামান, রাজীউদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হোসেন জুলু, হাজী ইমামুল হাসান হিমু, জহিরুল ইসলাম মিন্টু, শহীদুল ইসলাম ফয়সাল, মো. ইমরান শরীফ, শওকত আলী রোমান, মো. তোফাজ্জল হোসেন, মো. কামরুজ্জামান বাবু, কামাল হোসেন মিলন (ফটো সাংবাদিক), তাপস সাহা (ফটো সাংবাদিক), মো. মোক্তার হোসেন (ফটো সাংবাদিক), উত্তম কুমার দাস পান্ডু, স্বাধীন চৌধুরী সাদেক, ওয়াসিম আল আজাদ অপূর্ব, মো. সুলতান, আমান উদ্দিন সিয়াম, টিটুল আহম্মদ, মো. ইয়াকুব আলী, জামিল আহম্মদ, মোস্তাফিজুর রহমান শিপলু, আসাদুজ্জামান আসাদ, বদরুল আলম বাদল, ফরিদ আহম্মদ, মোহাম্মদ আলী ও প্রমুখ। 

সম্মেলন অনুষ্ঠানের ২য় পর্বে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. মাহাবুবুর রহমান মাসুম, নির্বাচন কমিশনার এড. নবী হোসেন ও এড. আওলাদ হোসেন। প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত প্রতিনিধিদের নিকট ২০২৫-২৮ সনের ৩ বৎসর মেয়াদী কার্যকরী পরিষদের প্যানেল আহ্বান করিলে মো. গোলাম রসুল রফিক প্রস্তাবিত ও মাহামুদ হোসেন সমর্থিত একটি মাত্র প্যানেল দাখিল হয়।

সেখানে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদকে সভাপতি ও মো. নাসির উদ্দিন মন্টুকে সাধারণ সম্পাদক প্রস্তাব করিয়া ৭৯ সদস্যের একটি কার্যকরী পরিষদ প্যানেল প্রস্তাব করা হয়। প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত আমরা নারায়ণগঞ্জবাসী প্রতিনিধিদের নিকট প্যানেলটি পাঠ করিয়া শুনাইলে সকল প্রতিনিধি হ্যাঁ হ্যাঁ ধ্বনিতে পূর্ণ প্যানেল সমর্থন করেন।

প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদকে সভাপতি ও মো. নাসির উদ্দিন মন্টু সাধারণ সম্পাদক পদ সহ ৭৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

পরবর্তীতে নব নির্বাচিত সভাপতি উপস্থিত প্রতিনিধিদের নিকট আলহাজ্ব এড. মাহবুবুর রহমান মাসুমকে প্রধান উপদেষ্টা করিয়া ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম পাঠ করিয়া শুনাইলে সকল প্রতিনিধি হ্যাঁ হ্যাঁ ধ্বনিতে উপদেষ্টা মন্ডলীর ১৯ জন সদস্যকে সমর্থন করেন এবং সভাপতি তাদেরকে ২০২৫-২৮ সনের তিন বৎসর মেয়াদে উপদেষ্টা হিসেবে নির্বাচিত ঘোষনা করেন।

সম্পর্কিত বিষয়: