নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ মে ২০২৫

কিছু গাছ রোপন করলেই নারায়ণগঞ্জ গ্রীন হয়ে যায় না : মাও. ফেরদাউস

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ২৩ মে ২০২৫

কিছু গাছ রোপন করলেই নারায়ণগঞ্জ গ্রীন হয়ে যায় না : মাও. ফেরদাউস

‎নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‎বাংলাদেশের মানুষ রক্তে অর্জিত মানুষের যে স্বাধীনতার যুদ্ধে রক্ত স্বাধীনতা অর্জন করেছে ।

সেই স্বাধীনতাকে ক্ষুন্ন করার জন্য কোন পায়তারা যদি যে কোন মহল থেকে করে। সর্ব প্রথম এই মাতৃভূমি রক্ষা করার জন্য হেফাজতে ইসলাম ‎‎কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য থাকবে। 

‎‎‎শুক্রবার (২৩ মে) বাদ জুম্মা কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎‎এসময় তিনি আরও বলেন, কথা পরিষ্কার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন আমাদের জানা নাই। কে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন আমাদের জানা নাই জানার দরকারও নাই।

‎কিন্তু ভারতকে উপেক্ষা করে এবং আমেরিকাকে উপেক্ষা করে একমাত্র ইসলামি সংগঠনগুলো রাজপথ থেকে দেশের জন্য যে ভূমিকা পালন করছে। 

‎‎হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই আগামী দিনে দেশ রক্ষার জন্য যদি কোন যুদ্ধের ঘোষণা আসে রাজপথের সামনে কাতারে থেকে যুদ্ধ করবে। আমরা দেশ রক্ষার আন্দোলনে কারো সাথে সঙ্গে আপোষ করতে চাই না দেশের জন্য রক্ত দিতে চাই দেশের জন্য জীবন দিতে চাই। 

‎এসময় নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন নিয়ে  তিনি বলেন, ‎নারায়ণগঞ্জের জেলা প্রশাসনকে ও এসপি মহোদয় আপনারা টেবিলে এসির তলে বসে বসে গ্রীন এন্ড ‎ক্লিন বাস্তবায়নের জন্য যে স্বপ্ন বসে বসে দেখেন কিছু গাছ রোপন করলেই নারায়ণগঞ্জ গ্রীন হয়ে যায় না।

‎‎কাদের গাছ দিচ্ছেন প্রতিবছরই গাছ আসে প্রতি বছরই নারায়ণগঞ্জের জন্য বাজেট আসে। কাদের ছবি তোলার  দায়িত্ব দিচ্ছেন। নারায়ণগঞ্জে কোনো উন্নয়ন হচ্ছে  না সড়কে ময়লা পরিষ্কার হচ্ছে না নারায়ণগঞ্জের মানুষের সেবার যে ভূমিকা পালন করছেন  নারায়ণগঞ্জের জনতা মনে করে এটা ভাওতাবাজি। 

‎‎নারায়ণগঞ্জের ডিসি ও এসপিকে বলছি আমার সাথে পরামর্শ করুন মসজিদের ইমামদের সাথে পরামর্শ করুন সাথে পরামর্শ করলে সঠিক ভাবে নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন হবে ‎অন্যথায় আপনারা শুধু স্লোগান দিতে পারবেন বাস্তবায়ন কখনো দেখ দেখাতে পারবেন না।  

‎‎প্রশাসনে উদ্দেশ্যে বলতে চাই, অন্তবর্তী কালীন সরকারকে বলতে চাই আমাদের মামলাগুলো প্রত্যাহার করুন ‎এবং নারী সংস্কার কমিশন দ্রুত বাতিলের আহ্বান জানাচ্ছি। ‎আর না হয় দাবি কিভাবে আদায় করতে হয় হেফাজতে ইসলাম জানা আছে। 
‎  ‎  
 

সম্পর্কিত বিষয়: