নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ মে ২০২৫

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১০, ২৪ মে ২০২৫

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লাঠি মিছিল করেছেন হোসিয়ারি ব্যবসায়ীরা। ‎শনিবার (২৪ মে) দুপুরে শহরের নয়ামাটি, করিম মার্কেট  এলাকায় লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে মিছিল করেন তারা। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

‎‎‎বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের একত্রিত করে মিছিল করেছি।

কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।

‎‎তিনি আরও বলেন, আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী-চাঁদাবাজি করলে আমরা প্রতিহত করতে প্রস্তুত।

নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানেই হোসিয়ারি মালিকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে।

‎‎এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু,হোসিয়ারী সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, পরিচালক দুলাল মল্লিক, পরিচালক আলহাজ্ব আব্দুল হাই, পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, পরিচালক হাজী মোহাম্মদ শাহিন সহ অসংখ্য ব্যবসায়ী বৃন্দ।